ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

চাটমোহরে নিখোঁজের একদিন পর বিলে পাওয়া গেলো কৃষকের মরদেহ

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর (পাবনা)

প্রকাশিত: ১৫:২৪, ১৫ নভেম্বর ২০২৪

চাটমোহরে নিখোঁজের একদিন পর বিলে পাওয়া গেলো কৃষকের মরদেহ

ক্যাপশনঃ- গোলজারের মরদেহ উদ্ধার করছেন স্থানীয় পুলিশ ।

পাবনার চাটমোহরে বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গেলেন কৃষক গোলজার হোসেন (৫২)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ। 


শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। 
এর আগের দিন বৃহস্পতিবার ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন তিনি। গোলজার হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় সে কৃষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান তোতা বলেন, এই মৃত্যুটা অনাকাঙ্খিত, এটা স্বাভাবিক মৃত্য। 
এবিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার গোলজারের ভাই থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়না তদন্তের  জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। 

 

 

রনি /জাফরান

×