ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রবাসীকে হত্যায় কিশোর গ্যাংয়ের ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥

প্রকাশিত: ১২:৩৭, ১৫ নভেম্বর ২০২৪

প্রবাসীকে হত্যায় কিশোর গ্যাংয়ের ২৫ জনের বিরুদ্ধে মামলা

প্রবাসী স্বপন মিয়া (৩০)

কুমিল্লার তিতাস উপজেলার ওমরপুর গ্রামের প্রবাসী স্বপন হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে তিতাস থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহতের বড় বোন আয়েশা আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

গত ৩১ অক্টোবর রাতে স্বপনকে ইয়াবা বিক্রিও সেবন করার অভিযোগ তুলে একই গ্রামের শান্তি মিয়ার ছেলে মো. আসিফের নেতৃত্বে রাহিম বাবু, দিপু, নাজমুল, রোকন, রাকিব, সাইদুলসহ ১৫/২০ জন বেদম মারধর করে। আহত অবস্থায় তাকে স্বজনরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ১২ দিন পর গত মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যান।

স্বপনের অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়ম বেগম বলেন, বিনা অপরাধে আমার স্বামীকে ঘর থেকে ডেকে
নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

 তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমরা অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছি। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারব।

শামীম / জাফরান

×