ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

তেল পরিমাণে কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:২০, ১৪ নভেম্বর ২০২৪

তেল পরিমাণে কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

ফিলিং স্টেশনে জরিমানা।

বরিশালের বাকেরগঞ্জে তেলের পরিমাণে কম দেওয়ার দায়ে বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাওলাদার ফিলিং স্টেশনকে মানদণ্ড আইন ২৯/৪৬ নং ধারা অমান্য করায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে পেট্রল বা ডিজেল বিক্রির সময় প্রতি লিটার থেকে গ্রাহকদের পরিমাপে কম দেওয়া হয় বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে প্রশাসন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএসটি আই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ, উপজেলা সহকারী রেজিস্ট্রার এনামুল হক। অভিযান পরিচালনায় সহায়তা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানগুলোতে পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দন্ড প্রদান করা হয়নি।

রিয়াদ

×