ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অবশেষে বরিশালের সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৯:১২, ১৪ নভেম্বর ২০২৪

অবশেষে বরিশালের সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন

বরিশাল রেঞ্জ কার্যালয় থেকে তুলে নেওয়ার দুইদিন পর অবশেষে পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত হয়েছেন, এমন একজন জনৈক ব্যক্তির স্বজনদের মামলায় পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা আলেপকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এর আগে গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এই কর্মকর্তাকে বরিশাল রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। কিন্তু একদিন অতিবাহিত হওয়ার পরেও বুধবার গভীররাত পর্যন্ত তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। 

এই খবর জানাজানি হওয়ার পর বুধবার রাত থেকেই তথ্য অনুসন্ধান শুরু করে স্থানীয় সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ কর্মীদের কাছে খবর আসে, বরিশালের এই পুলিশ কর্মকর্তা আলেপকে রাজধানী যাত্রাবাড়ি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত একজনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে জিজ্ঞাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুর রহমান দুইদিন হেফাজতে রেখে জিজ্ঞাবাদের অনুমতি দিয়েছেন।

পুলিশ কর্মকর্তার স্ত্রী ওয়াফা নুসরাত বুধবার রাতে সাংবাদিকদের জানিয়ে ছিলেন, একদিন আগে অর্থাৎ মঙ্গলবার দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার সময় তিনি ফোন করে বলেছিলেন, বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছে। 

ওই রাতেই নুসরাত দাবি করেছিলেন, আলেপ উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারপরেও তাকে কর্মস্থল বরিশাল রেঞ্জ কার্যালয় থেকে তুলে নিয়ে গেছে এবং কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানতে পারছেন না।

গ্রেপ্তার এবং রিমান্ডের খবরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ কর্মকর্তার স্ত্রী দাবি করেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি মাঠপর্যায়ের কোন অভিযানে ছিলেন না, তারপরেও তাকে ফাঁসানো হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, আলেপ উদ্দিনকে বুধবার রাতে বরিশাল শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যার মামলা আছে, সেই মামলায় সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে এবং তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এসআর

×