ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কেএনএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ নভেম্বর ২০২৪

কেএনএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার।

বান্দরবা‌নের রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকার জঙ্গলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা থে‌কে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করে‌ছে রুমা সেনা জোন। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (১৪ ন‌ভেম্বর) ভোর ৫টায় ওই এলাকার এক‌টি জঙ্গ‌ল থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, রুমা জোনের সেনা সদস্যরা মুনলাই পড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফের আস্তানায় গেলে উৎপেতে থাকা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষকরে গুলি ছুড়লে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনা স্থল থেকে অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় কেএনএফের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কেএনএফের অন্য সদস্যদের আটক করার জন্য এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে- একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রুমা জোনের এক সেনা কর্মকর্তা জানান, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। এসময় কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানা থেকে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এম হাসান

×