নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার।
রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, বিগত পনের বছর ধরে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি শাখায় যে অনিয়ম দূর্নীতি, লুটপাট, দখল, জ্বালাও-পোড়াও, চাঁদাবাজি, নিয়োগ বানিজ্য, মাদকসহ নানান অপকর্মে আমরা জর্জরিত হয়েছি। এসব থেকে মুক্ত হতে পনের দিন বা পনের মাসে সম্ভব নয়। পরিশুদ্ধ হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আমরা একই ভুল বারবার করতে চাই না। অতীত থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলার বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা যে সমস্যার কথা তুলে ধরেছেন আমরা সেই সমস্যাগুলোর সমাধান করতে এসেছি। ছাত্র-জনতা যে বৈসম্যবিরোধী আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে নব দিগন্তের সূচনা করেছে। আমরা তাদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, রাজশাহীর বৃহত্তর উপজেলা বাগমারা। বাগমারার গুরুত্ব অনেক। এখানে যেমন সমস্যা রয়েছে তেমনি অপার সম্ভাবনা রয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের মতামতের ভিত্তিতে ও আইনগত বিধিবিধান অনুসরন করে স্থানীয় সমস্যার সমাধানে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আপ্রাণ চেষ্টা করব বিভিন্ন সমস্যা গুলোর দ্রুত সমাধান করতে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) নাহিদ হোসেন, বক্তব্য রাখেন থানার ওসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ।
রিয়াদ