ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলি করা হয়েছে। তাদের স্থলে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.ইলিয়াছ হোসেন। বর্তমান সরকারের আজ বুধবার (১৩- নভেম্বর) ১ শত দিন পূরণ হলো এরই মধ্যে ডেমরা থানার অফিসার ইনচার্জ হিসেবে মাত্র ৩ মাস পূরণ হওয়ার পূর্বেই তাকে বদলি করা হলো। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। তাকে ডেমরা থানা অফিসার ইনচার্জ থেকে বদলি করে প্রসিকিউশন বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। এবং ওয়ারী জোনের শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন কে ডেমরা থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল একটি চ্যালেঞ্জিং বিষয় ঠিক এমনই সময় ডেমরা থানার অফিসার ইনচার্জ হিসেবে মো.ইলিয়াছ হোসেন ডেমরা থানায় যোগদান করেন। একেবারে প্রশাসনিক ভঙ্গুর অবস্থা থেকে তার নিরলস প্রচেষ্টায় পুলিশের ভাবমূর্তি সাধারণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন। এমন সময় এ অঞ্চলের একজন প্রশাসনিক ব্যক্তির বিয়োজনকে সাধারণ মানুষ ভালো দৃষ্টিতে দেখবেন না।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.ইলিয়াছ হোসেন বলেন, আমার ডিপার্টমেন্ট ভাল বোঝেন কে কখন কোথায় থাকবেন। আমি আমার সততা, নিষ্ঠা, মেধা দিয়ে চেষ্টা করেছি ডেমরা এলাকার মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে, কতটুকু পেরেছি তা আমি জানিনা। তবে যতদিন আমি ডেমরায় দায়িত্ব পালন করেছি একটি মন্দ কাজও পুলিশ করতে পারেনি এবং করেনি।