ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বেনাপোল

প্রকাশিত: ১৬:৫৯, ১৪ নভেম্বর ২০২৪

বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন

ফিতা কেটে টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা

ভারতের সাথে আমদানি ও রপ্তানি- বাণিজ্য আরো গতিশীল করার লক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন করেছেন অন্তবর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ফিতা  কেটে ও বেলুন উড়িয়ে টার্মিনালটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সফরসঙ্গীদেরকে নিয়ে তিনি টার্মিনালের পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, ফায়ার স্টেশন, ইউটিলিটি ভবন, চালকদের জন্য গোসলখানা, রান্না ও বিশ্রামাগার, সেবা ভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে তিনি বন্দর ব্যবহারকারী,ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে বেনাপোল বন্দর অডিটরিয়ামে মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমসের কর্মকর্তা,বিজিবি ছাড়াও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ভারতীয় ট্রাক চালকেরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা বন্দরের নানা সমস্যার কথা তুলে ধরেন উপদেষ্টার কাছে। অধিকাংশ ব্যবসায়ী বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে স্থলপথে যে পণ্য আমদানি হয়  তার ৮০ শতাংশ আসে এ বন্দর দিয়ে। যার পরিমাণ বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা। সরকারে প্রতিবছর রাজস্ব আদায় করে প্রায় ১০ হাজার কোটি টাকা। অথচ এই বন্দরে রয়েছে নানা অবকাঠামোগত সমস্যা।

বাণিজ্যিক সুবিধা বাড়াতে ভারত অংশে বেশ আগে তাদের অবকাঠামো উন্নয়ন হয়েছে। তবে চাহিদা মতো বেনাপোল বন্দরের অবকাঠামো গড়ে না ওঠায়, স্বাভাবিক বাণিজ্য পরিচালনায় নানাভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল ব্যবসায়ীদের। এ অবস্থায় কারগো ভেহিকেল ট্রাক টার্মিনালটি চালু করায় এ বন্দর দিয়ে আমদানী ও রপ্তানি বানিজ্য আরও বাড়বে।

আগে দিনে যেখানে ৩০০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি হতো ভারত থেকে। এখন তা বেড়ে দাঁড়াবে ৬০০ থেকে ৭০০ তে। ব্যবসায়ীরা বেনাপোল বন্দরে আরো অবকাঠামগত উন্নয়নের দাবি জানান।

পরে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, বেনাপোল বন্দরে দীর্ঘদিনের পণ্য ও  যানজট নিরসনে এ টার্মিনালটি কার্যকরী ভূমিকা রাখবে। একই সাথে দুই দেশের মধ্যে আমদানির রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ফিরে আসবে। বেনাপোল বন্দরের   বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে কাজ চলছে।ভবিষ্যতে এই বন্দরে আরো উন্নয়ন করা হবে। ইমিগ্রেশনেও যাত্রীদের হয়রানি বা কষ্ট দূর করতে কাজ করা হচ্ছে। একটু সময় লাগবে।

৩২৯ কোটি ২৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ৪১ দশমিক ৩৯ একর জমিতে এই কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু হয়। যা শেষ হয়েছে গত ৩০ জুনে। 

এমএম

×