ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সেতু ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ 

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।। 

প্রকাশিত: ১৬:২০, ১৪ নভেম্বর ২০২৪

সেতু ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ 

 বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মহেরের বাজার সংলগ্ন পোরা চিনা খালের উপর নির্মিত সেতুর মাঝখান দিয়ে সিমেন্টের ঢালাই ভেঙে পড়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের হাজারো মানুষ। 

সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই বিভিন্ন স্থান থেকে ভেঙ্গে পড়ে গিয়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই।  চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতু দিয়ে মানুষ চলাচল করছে। স্থানীয়রা সেতুর ভেঙ্গে পড়া স্থানে চলাচলের জন্য কাঠের মাচা তৈরি করে দিয়েছে। সেতুর উপরের বিভিন্ন অংশে সিমেন্টের ঢালাই ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। সেতুটি দিয়ে ভরপাশা ইউনিয়নের পাঁচটি গ্রামসহ পার্শ্ববর্তী ইউনিয়ন পাদ্রীশিবপুরের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। সেতুটিতে বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুটির দুই পাশে পাকা রাস্তা থাকলেও কোন যানবাহন সেতুটি দিয়ে চলায় না করায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন হোসেন বলেন, সরেজমিনে গিয়ে সেতুর বর্তমান পরিস্থিতি দেখতে হবে৷ যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে সেতুটি নতুন করে নির্মাণ করা হবে। 

 

জাফরান

×