ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নাটোরে ৪ ডাকাতকে লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নাটোর,

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ নভেম্বর ২০২৪

নাটোরে  ৪ ডাকাতকে লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার

চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

নাটোর শহরের মীরপাড়া ও পালপাড়ায় দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে লুন্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ (২৭), সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাড়িঁয়া গাথি গ্রামে নীলাচন্দ্রর ছেলে মিন্টু কুমার (৩২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।

 

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১৩ নভেম্বর নাটোর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয় ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় মীরপাড়া মহল্লার ভুক্তভোগী উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহল্লার স্বপন কুমার কুন্ডু নাটোর থানায় দুটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাটোর ও নওগাঁ জেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি স্বর্নের চেইন, একটি স্বর্ণের আংটি, ২৪ ক্যারেট গলিত ঝুর স্বর্ণ  একটি লহার তৈরির চাপাতি, একটি ছড়া, দুইটি হাসুয়া, দুটি মোবাইল ফোন, এবং র্স্বণ বিক্রির ১৩ হাজার ৫শ’ টাকা উদ্বার ও জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির সাথে জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।
 

কালিদাস /জাফরান

×