বাংলাদেশি নাগরিক গ্রেফতার ভারতে
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে খরদহ থানা পুলিশ।
জানা গেছে, গত বুধবার (১৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের খরদহ থানা গোপন সূত্রে খবর পায় যে, আট বাংলাদেশি নাগরিক কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাড়ি ভাড়া করে ছিলেন।খবর পাওয়া মাত্রই খড়দহ থানা পুলিশ অভিযান চালায় এবং খরদহ থানার টিটাগড় পানিটাং, খরদহ নতুনপল্লি ও আগরপাড়ার শালপাতা বাগান এলাকা থেকে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।
৩ জনের ব্যাপারে জানা গেছে , এদের নাম বাবুল শেখ, ফারুক শেখ ও আলি শেখ। এছাড়া গ্রেফতার আটজনের বাড়িই গোপালগঞ্জে।
জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কাজের উদ্দেশ্যে ভারতে এসেছেন।
তবে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা খরদহ থানার পুলিশ তদন্ত করে দেখছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের সবাইকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছে।
জাফরান