ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৫:১২, ১৪ নভেম্বর ২০২৪

কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল।

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা কলেজ চত্বরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে স্লোগান দিতে থাকেন। 

 

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এসে কলেজের পক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রভাষক কামাল উদ্দীন,মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। এ সময় ছাত্রদের উদ্দেশ্যে সহকারী অধ্যাপক শাহাজাহান আলী শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে দিতে বলেন।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, কলেজে বহিরাগতরা চলাফেরা করে,ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানী করে। এছাড়া কলেজ চত্বরে মাদক সেবন, পরীক্ষার ফি বেশি রাখা,কলেজের একাডেমিক ভবন অপরিষ্কার রাখাসহ অধ্যক্ষ নিয়মিত অফিস করেন না এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, তিনি একজন ব্যর্থ অধ্যক্ষ। তাকে দিয়ে এতবড় একটি কলেজ পরিচালনা করা সম্ভব নয়। তাই  আমরা  অধ্যক্ষের পদত্যাগ দাবী করছি।

শিক্ষার্থী হামিম রানা বলেন, কলেজটিকে কে নিয়ন্ত্রন করছে। অধ্যক্ষ না অন্য কেউ,তা বুঝতে পারছি না। মোহনা বলেন, বাহিরের একজন ছেলে এসে তাকে বিরক্ত করেছে। তিনি সে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

ছাত্রনেতা আতিকুর রহমান আতিক বলেন, মিছিল শেষে শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবী নিয়ে একটি পত্র অধ্যক্ষকে দেওয়া হলো। এ দাবীগুলো পূরণে যদি কোন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়। তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।  

 

তাবিব

×