খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ার্যমান দিদারুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ৪০টি মামলা দায়ের করা আছে।
গত বুধবার বিকেল ৩টা নাগাদ চট্টগ্রামের খুলশি থানা হতে দিদারুল আলমসহ রামগড় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আটক করেছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ।
গত বুধবার রাত সাড়ে আটটা নাগাদ আসামীদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।
বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপারে মোঃ আরেফিন জুয়েল পুলিশের একটি বিশেষ দল গঠন করে। এই দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মামুন হত্যাকান্ডের সাথে দিদারুল আলমের জড়িত থাকার তথ্য পাওয়া যায় এবং পরবর্তীতে তিনি পাহাড়ে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন।
এছাড়াও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক হত্যার ঘটনাকে কেন্দ্র করে তার অনুসারীরা খাগড়াছড়ি শহরে পাহাড়ী-বাঙ্গালীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে।
তানজিলা