ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারীতে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

স্টাফ রির্পোটার, নীলফামারী

প্রকাশিত: ০০:২৭, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:২৯, ১৪ নভেম্বর ২০২৪

নীলফামারীতে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়

জমির ধান কেটে এনে বাড়ির উঠানে ফেলে রাখার বচসার  জেরে বাবা রবিউল ইসলাম সাবুল (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে আবু বক্কর সিদ্দিকের (২৪) বিরুদ্ধে।  বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার ভারত সীমান্ত লাগোয়া ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া যাদুরবাধ গ্রামে এই ঘটনািট ঘটেছে। ঘটনা ঘটিয়ে ছেলে পালিয়ে যায়।


প্রতিবেশীরা জানান, বাবা ছেলে জমির ধান কাটার পর বাড়িতে নিয়ে আসছিল। বাড়ির বাহিরে ধানের পালা না করে ছেলে ধানের বোঝা বাড়ির ভেতরে উঠোনে পালা করে রাখে। যা দেখে বাবা তার ছেলেকে  বকাঝকা করেন এবং লাঠি দিয়ে মারতে থাকে। ছেলে নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভেতর প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়।  কিন্তু ক্ষিপ্ত বাবা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পুনরায় ছেলেকে লাঠি দিয়ে মারতে থাকে। এ অবস্থায় ছেলে ঘর থেকে বের হয়ে ধান কাটা কাস্তে দিয়ে তার বাবাকে এলোপাথারী কোপাতে থাকে। এরপর ছেলে পালিয়ে যায়। এলাকাবাসী রিক্সভ্যানে আহত বাবাকে উপজেলা হাসপাতালে  নেয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময়  পথেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ে।


ডোমারের চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আসামীকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয় নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

শিহাব উদ্দিন

×