শ্রীনগরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় উৎপাদন হচ্ছে মানহীন কয়েল। এসব কারখানায় মাত্রাতিরিক্ত ক্ষতিকর কীটনাশক দিয়ে তৈরি করা হচ্ছে মশার কয়েল। বেশি মাত্রায় কীটনাশক দিয়ে কয়েল উৎপাদন করায় ক্ষতি হচ্ছে মানুষের জীবন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাঁসাড়া ইউনিয়নের হাঁসাড়া গ্রামের অ্যাডভোকেট হাউসিং প্রকল্পের বিপরীতে জানাবুল ইসলামের বাড়িতে নির্মিত এই মশার কয়েল কারখানা। কারখানায় চায়নাসহ দেশে বিদেশি তৈরি নামি দামি কয়েল কোম্পানির লেভেল নকল করে বাজারে বিক্রি করছে তারা। নিম্নমানের রাসায়নিক কীটনাশক দিয়ে প্রতিদিন কয়েল উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে।
কারখানার মালিক নকল করে দেশের অন্য নামীদামী কয়েলের ব্র্যান্ড সরবরাহ করেন তারা। কারখানায় রয়েছে শিশু শ্রমের কার্যক্রম। শিশুদের হাতে নেই কোন হাতের গ্লাভস, মুখে নেই কোন ম্যাক্স। এ অবস্থায় তারা কয়েল তৈরি করছেন। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা।
কয়েল ফ্যাক্টরির মালিক বুলবুল হোসেন বলেন, “আমার মোটামুটি সব লাইসেন্সই রয়েছে। তবে আপনার ব্র্যান্ড বলছেন ‘জনতা’ কিন্তু ‘পানামা’ ব্যবহার করছেন কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেদন করেছি অনুমতি এখনও পাইনি।
শ্রীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, বিষয়টি জানা ছিল না। খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।