ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ নভেম্বর

প্রকাশিত: ১৯:৪২, ১৩ নভেম্বর ২০২৪

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহ

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৪০৬৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে হংকং সরকারের অনুদানে এ খাদ্য সহায়তা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস স্যামুয়েল সোম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মারসিয়া হালদার, গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় প্রত্যেক উপকারভোগির মাঝে ২০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিরা, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম চিনি, ২ কেজি মুগডাল, ৩ কেজি ছোলা, ১টি বালতি, ১টি পানির পট, ১টি প্লাস্টিকের মগ, ৫টি সাবান, ২০টি খাবার স্যালাইন, স্যাভলন ৫মিলি, ৫০০ গ্রাম হুইল পাউডার ও ২ টি স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

 

×