জয়পুরহাটের পাঁচবিবিতে স্বল্প আয়ের মানুষের জন্য পুরাতন বাইসাইকেলের হাট জমজমাট হয়ে উঠেছে । সপ্তাহে প্রতি মঙ্গলবার পাঁচবিবি বাজারের কালাই হাটিতে বসে এ বাইসাইকেলের হাট। সকাল থেকে বিক্রেতারা পুরাতন সাইকেল নিয়ে কালাই হাটিতে সাইকেল সাজিয়ে রাখে , দুপুরের পর থেকে বিভিন্ন বয়সের ক্রেতা আসতে শুরু করে । সাধ্যের মধ্যে পছন্দমত পুরাতন বাইসাইকেল ক্রয় বিক্রয় করে ক্রেতা বিক্রেতারা এবং চলে সন্ধ্যা পর্যন্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পুরনো এ বাইসাইকেলের হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। কথা হয় সীমান্তবর্তী ধরঞ্জী গ্রাম থেকে বাইসাইকেল বিক্রি করতে আসা মোকলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, “আমি একজন সবজি ব্যবসায়ী। প্রতিদিন পাঁচবিবি বাজারে বাইসাইকেল করে সবজি বিক্রয় করতে আসি। কিছুদিন আগে এ হাট থেকে ৬ হাজার টাকা দিয়ে এই পুরাতন বাইসাইকেলটি কিনি। কিন্তু বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হওয়ায় পুঁজি সংকটে পড়ি। তাই এই বাইসাইকেলটি বিক্রি করে অল্প দামে পুরনো আরেকটি বাইসাইকেল কিনবো। আর যে টাকা বাঁচবে তা দিয়ে আবারও ব্যবসা শুরু করবো। কড়িয়া গ্রামের স্কুলপড়ুয়া ছাত্র মোঃ মেহেদি বলেন, “বাবার পুরানো সাইকেল নিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতাম। কিন্তু এ সাইকেলের একটুতেই চেইন পড়ে যায়। তাতে ময়লায় জামা কাপড় নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা সহপাঠীরা সবাই নতুন সাইকেল কিনেছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে এই পুরনো বাইসাইকেল শোভা পায় না। তাই মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছি, ভাল একটা বাইসাইকেল কেনার জন্য। পুরাতন বাইসাইকেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, প্রায় দুই যুগ ধরে এই ব্যবসার সাথে জড়িত আছি। পুরাতন বাইসাইকেল কিনে কিছু মেরামত আর মরিচা ঘষা-মাজা করে আবার পরের হাটে বিক্রি করি। তাতে কিছু লাভ হয় এই দিয়ে সংসার চালাই।