সিরাজগঞ্জে র্যাবের হাতে আটক কামরুল
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর আশফাকুল আউয়াল হত্যা মামলার পলাতক আসামী কামরুল তালুকদারকে ঢাকার ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে র্যাব গ্রেফতার করেছে ।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার ভাটারা থানাধীন খিলবাড়ি টেক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানান- র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ। গ্রেফতারকৃত কামরুল তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ তালুকদারপাড়ায়।
গত ২০ অক্টোবর সন্ধ্যায় নিহত আশফাকুল সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে পাওনা টাকা চাইতে গেরে আসামীরা তারকে টাকা না দিয়ে ঝগড়া শুরু করে এবং এক র্পায়ে তার গলা চেপে ধরে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ জনকে আসামী করা হয়। ঘটনার পর পরই পুলিশ এজাহার নামীয় আসামী দেওয়ান শুভকে গ্রেফতার করে । উল্লেখ্য যে, উক্ত আসামিদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে এলাকাবাসী লিফলেট ও পোস্টার ছাপানোর মাধ্যমে মানববন্ধন করেন।
নাহিদা