ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ৭ জেলেকে পিটিয়ে জখম

কামরুজ্জামান বাচ্চু

প্রকাশিত: ১৮:৪৬, ১৩ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ৭ জেলেকে পিটিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে চাঁদা না দেয়ায় জেলে নৌকায় হামলা চালিয়ে সাইফুল গাজী (২৭), ইমাম হোসেন (২১), আনিচুর রহমান (১৮), কালাম মুন্সি (৩৪), সিফাত গাজীসহ  (১৯) ৭ জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে  সাইফুল গাজী ও কালাম মুন্সিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তেঁতুলিয়া নদীর মমিনপুরের লালচর এলাকায় বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে ।
লোকমান মুন্সি নামে মমিনপুর এলাকার একজন জেলে জানায়,  স্থানীয় বাবুল শরিফ, ইমরান, কালাম ও তার কয়েক  সাঙ্গপাঙ্গরা কয়েক দিন আগে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। অনত্রয় তাদেরকে নদীতে জাল ফেলতে দিবেনা বলে হুমকি দেয়। 
ঘটনার দিন রিাত তিনটার দিকে  সাইফুল গাজী ৭-৮ জন জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে  জাল ফেলতে  গেলে ৫-৬টি  ট্রলার নিয়ে ৩০-৩৫ জন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় ৭ জেলে আহত হয়। দুর্বৃত্তরা এ সময়  তাদের কাছ থেকে ৭টি মোবাইলসহ প্রায় ৩৫ হাজার টাকা মুল্যের কোদাল জাল ছিনিয়ে নেয়। ডাক-চিৎকার শুনে অন্যন্য নৌকার জেলেরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। সেখান থেকে তাদেরকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 
তবে হামলার সাথে জড়িত বাবুল শরিফ, ইমরান, কালাম কারো বক্তব্য পাওয়া যায়নি। 
এ ব্যাপারে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

নাহিদা

×