ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নেত্রকোনায় নানা আয়োজনে

হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:০২, ১৩ নভেম্বর ২০২৪

হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মবার্ষিকী পালন

নেত্রকোনায় বুধবার (১৩ নভেম্বর) নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে  সকাল ৮টায় পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। এর পরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) ওমর কাইউম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, সহকারী শিক্ষক মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব অনুষ্ঠানে অিংশগ্রহণ করেন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দিনটি উপলক্ষে শিক্ষার্থীরা একটি দেয়ালিকা প্রকাশ করে।

এদিকে নেত্রকোনা জেলা শহরেও হিমু পাঠক আড্ডা নামে একটি সংগঠন শোভাযাত্রা বের করে। সাতপাই থেকে মোক্তারপাড়া পর্যন্ত শোভাযাত্রার পর জেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অধ্যাপক মতীন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও হিমু পাঠক আড্ডার সভাপতি আলপনা বেগম প্রমুখ।  

প্রসঙ্গত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর একই জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের শেখবাড়িতে (মামার বাড়ি) জন্মগ্রহণ করেন। 

রাজু

×