ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ধর্মপাশায় বিনামূল্যে প্রণোদনা বিতরন

নিজস্ব সংবাদদাতা ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৭:০১, ১৩ নভেম্বর ২০২৪

ধর্মপাশায় বিনামূল্যে প্রণোদনা বিতরন

ধর্মপাশায় ৬০০০ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ছবি জনকন্ঠ।

ধর্মপাশায় ছয় হাজার কৃষকের মাঝে বিণামূল্যে রবি প্রণোদনা বোরো (হাইব্রীড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলার ৬টি ইউনিয়নের চয় হাজার প্রান্তিক ও বর্গা চাষি কৃষকদের মাঝে বিনামূল্যে এসব রবি প্রণ্যেদনা বোরো (হাইব্রীড) বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষক পেয়েছেন উচ্চ ফলনশিল ২ কেজি করে হাইব্রীড বীজ ধান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম,উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুল হাসান প্রমুখ।

×