আগে গ্রামে হরহামেশা কুয়া দেখা গেলেও, এখন প্রায় বিলুপ্তির পথে। তবে এখনো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামে টিকে আছে ৭০ বছরের পুরনো এক কুয়া।
প্রায় ৫০-৬০ ফুট নিচ পর্যন্ত ২৫-৩০ জন মাটি খুড়ে দীর্গ ২ 'সপ্তাহ' কাজ করে এই কুয়াটি তৈরি করেছিল। নিচে চারদিকে ইট দিয়ে প্লাস্টার করা কুয়াটি এখনও ব্যবহার হচ্ছে।
কুয়াটি গ্রামের মসজিদের পাশে হওয়ায় মর্টার এর সাহায্যে পানি তুলে সারা বছরইওযুর কাজে ব্যবহার হয়। আরও অনেক লোক খাওয়ার পানি ও কাপড়-বিছানাপত্র, থালা-বাসন ধোঁয়াসহ গোসল করেন।'
সদর ইউপি’র ভবনাথ গ্রামের বাসিন্দা আব্দুল হাই বলেন, 'বুঝতে শেখার পর থেকেই আমি এই কুয়াটি দেখছি। এর গভীরতা অনেক। এর পানি বেশ ঠান্ডা ও স্বচ্ছ। এক সময় এলাকার সবাই এ পানি ব্যবহার করতাম। বর্তমানে আমাদের গ্রামে অধিকাংশ বাড়িতে টিউবওয়েল আছে।'
স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মাদ এলাহী বলেন, ‘গরমের সময় খাবার ও গোসলের জন্য খুবই স্বস্তিদায়ক কুয়ার পানি। এ পানিতে গোসল করলে খুবই আরাম পাওয়া যায়। পানি অনেক ঠান্ডা থাকে। তাছাড়া কুয়ার পানি পানের জন্য নিরাপদ। স্বচ্ছ ঝকঝকে টলমল পানি।‘
তানজিলা