ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কেরানীগঞ্জে সড়কে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৩ নভেম্বর ২০২৪

কেরানীগঞ্জে সড়কে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা

চার চাকার মাহিন্দ্রা।

ঢাকার কেরানীগঞ্জের প্রধান প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ চার চাকার মাহিন্দ্রা (ট্রাক্টর)। এদের দাপটে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও বৃদ্ধরা সড়কে চলাচল করছে আতঙ্কের মধ্যদিয়ে। সড়কে চলাচলের জন্য তাদের কাগজপত্রতু দূরে থাক, লাগেনা কোনো অনুমতি এমনকি নেই  ড্রাইভিং লাইসেন্সও। 

বুধবার (১৩ নভেম্বর) বুধবার সকালে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা গুড়ে দেখা যায়, অলিতে গলিতে নিয়ন্ত্রণবিহীনভাবে চলাচল করছে মাহিন্দ্র (ট্রাক্টর)। অনুমোদনহীন এসব পরিবহনগুলো মূলত নিৰ্মাণসামগ্রী, বালু, ইটভাটার মাটি সংগ্রহ, ইট সরবরাহ ও ভাটায় পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করার কাজে ব্যবহার করা হয়। জমি চাষের ট্রাকটরের নেই কোনো সরকারি অনুমোদন। অন্যদিকে নতুন সড়কে এই মাহিন্দ্রা ট্রাক্টর  চলাচল করায় অল্পদিনের মধ্যে রাস্তা ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে।

রুহিতপুরের বাসিন্দা আরিফ বলেন, ‘মাহিন্দ্রা ট্র্যাক্টর এবং অটো চালকদের লাগামহীন গতির কাছে অসহায় সাধারণ পথচারীরা। অটো রিকশা চালকদের একজনের ও নেই প্রশিক্ষন। তারা মন মতো রাস্তায় ব্যাপরোয়া গতিতে ছুটে চলে। সড়কে অটো রিকশা চালকদের প্রতিযোগিতা দেখলে মনে হয় রাস্তার রাজা তারাই। তাদের গতির কাছে যেন অসহায় সব যানবাহন। মেইন রোড থেকে অলি গুলিতে বেপরোয় গতিতে গাড়ি চালায় অটো চালকরা।’

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকালে অটো রিকশার ধাক্কায় রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা (৭) নামে এক শিশু নিহত হয়। নিহত শিশু ফাতেমা রামেরকান্দা এলাকার বাদশা মিয়ার মেয়ে ও রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশ কার্যালয়ের পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘কাগজ বিহীন মাহিন্দ্রাসহ (ট্রাক্টর) সকল যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। লাইসেন্স ছাড়া, কাগজ ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না।’

দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইস আল রেজওয়ান বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জে সরকারী  অনুমোদনহীন যে যানবাহন  রাস্তায় চলাচল করছে। তাদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং কাগজ বিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন গাড়ির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এম হাসান

×