ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২৫০০ অপরাধীর হাতে সেনাবাহিনীর হাতকড়া

প্রকাশিত: ১৪:৩০, ১৩ নভেম্বর ২০২৪

২৫০০ অপরাধীর হাতে সেনাবাহিনীর হাতকড়া

৫ আগস্টের পর থেকে গত তিন মাসে ছয় হাজারেরও বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আড়াই হাজার অপরাধীকে।

 

আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসের অফির্সাস মেসে এক সংবাদ সম্মেল‌ে এসব তথ‌্য জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপরাশেনস ডাইরেক্টরেটএর কর্নেল স্টাফ কর্নেল ইন্তেকাফ হায়দার খান।

 

হায়দার খান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কাজ করেছে সেনাবাহিনী। আর এই অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে দেশের শিল্পাঞ্চলে ৬০০-এর বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন কারখানাগুলো চালু রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের মোট ২০৮৯টি গার্মেন্টস কারখানাই এখন চালু আছে। একই সঙ্গে ৭০০-এর বেশি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বাহিনীটি।

 

সেনাবাহিনীএ সক্রিয়তার মেয়াদকাল নিয়ে তিনি বলেন, অন্তবর্তী সরকারের প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী থাকবে।

তানজিলা

×