ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

কোটালিপাড়ায় আবার আগুন

নিজস্ব সংবাদদাতা ,কোটালীপাড়া,গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪:১১, ১৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৩৫, ১৩ নভেম্বর ২০২৪

কোটালিপাড়ায় আবার আগুন

কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। ছবি: সংগৃহিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা। গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামের আব্দুল লতিফ বেপারীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আব্দুল লতিফ বেপারী ও সোহেল শেখের বসত বাড়িসহ ৩টি বাড়ি পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্থ আব্দুল লতিফ বেপারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বসত ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নীচে বসবাস ।

নুসরাত

×