ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

স্কুল ছাত্রের লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১২:১৬, ১৩ নভেম্বর ২০২৪

স্কুল ছাত্রের লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?

প্রতীকি ছবি

বরিশালের হিজলা উপজেলায় জুনায়েদ (১২) নামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

এর পূর্বে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়ার তালতলা গ্রামের নিজ মুরগীর ফার্ম থেকে জুনায়েদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জুনায়েদ ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ নজরুল মালের ছেলে ও ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জুনায়েদের বাবা নজরুল মাল বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে জুনায়েদ ভাত খেয়ে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় ঘরে না ফেরায় রাত সাড়ে নয়টার দিকে তার মা খুঁজতে বেরিয়ে বাড়ির সামনে তাদের মুরগির ফার্মে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।

তিনি আরও বলেন, ঝুলন্ত অবস্থায় তার ছেলের পা হাটু পর্যন্ত মাটিতে ছিল।

ধারণা করা হচ্ছে কেউ মেরে গলায় তোয়ালে পেঁচিয়ে জুনায়েদকে ঝুলিয়ে রেখেছে।তাদের দাবি এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড।

খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বুধবার সকালে জুনায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।

নুসরাত

×