অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম যিনি কিনা নতুন চেয়ারম্যান সরকারি কর্ম কমিশনের। তার নেতৃত্বে (পিএসসি) প্রথম সভা (বিশেষ) হওয়ার কথা ছিল গত মঙ্গলবার (১২ নভেম্বর)। দুপুর ২টায় সভা শুরুর কথা ছিল কিন্তু অনিবার্য কারণে তা অনুষ্ঠিত হয়নি।
ধরে নেয়া হয়েছিল মঙ্গলবারের এই বিশেষ সভাতে আটকে থাকা তিনটি বিসিএস নিয়ে আলোচনা হতে পারে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জানিয়েছিলেন তারা।
সভা না হওয়াতে ঝুলে থাকা তিনটি বিসিএসের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করার বিষয়েও কোনো আলোচনা হয়নি। এদিকে ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে। সব মিলিয়ে সামনে কি হয় তা দেখার বিষয়।
জাফরান