ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নেত্রকোনা আজ হিমু-রুপাদের শহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১৩ নভেম্বর ২০২৪

নেত্রকোনা আজ হিমু-রুপাদের শহর

হুমায়ূন আহমেদ

দেশবরেণ্য লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ৭৬তম জন্মদিন।যার গল্প, উপন্যাস, স্মৃতিকথাসহ তিন শতাধিক গ্রন্থে কথার জাদুর পাশাপাশি জন্ম দিয়েছেন আলোড়ন সৃষ্টিকারী সব চরিত্রের। তার সৃষ্টি হিমু, মিছির আলী, শুভ্র, বাকের ভাই, রূপা চরিত্রগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা। 

এবারও তার জন্মস্থান নেত্রকোনায় পালিত হচ্ছে হিমু উৎসব  প্রতিবারের মতো, লেখকের নিজ জেলা নেত্রকোনায় তারুণ্যনির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে দিনব্যাপী
তরুণ পাঠক-ভক্তরা প্রতিবারের ন্যায় এবারও দিবসটিতে হিমু-রূপা সেজে পায়ে হেঁটে অতিক্রম করবে দুই কিলোমিটার সড়ক। বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হিমু উৎসবের প্রথমার্ধে শোভাযাত্রা বের করবেন।
 
সাতপাই অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হবে। এরপর কেক কাটার মধ্যদিয়ে দিবসের সূচনা করা হবে। সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
 

জাফরান

×