ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন ২০ লাখ টাকা

প্রকাশিত: ০৯:১২, ১৩ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:২৫, ১৩ নভেম্বর ২০২৪

বিদেশে পাঠানোর নামে  হাতিয়ে নিয়েছেন ২০ লাখ টাকা

 বিদেশ পাঠানোর নাম করে   অভিযুক্ত রিয়াদ খান ‘এরাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড জব প্রসেসিং’ নামে একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি খোলেন। নিজেকে সেনা বাহিনীর সদস্য দাবী করেন যেন গ্রামবাসির থেকে সে আস্থা অর্জন করতে পারেন ।   মহাসড়কের পাশেই  প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে তাতে লিখেন ‘বিদেশগামী যাত্রীদের ভিসার ওপর লোন প্রসেসিং করাসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা পরিচালিত।’

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হানিফ আলী বিশ্বাসের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি বিদেশে পাঠানোর কথা বলে দেড় শতাধিক বিদেশগামীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

আটক রিয়াদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মনিমণ্ডল গ্রামের গোলাম নবী হোসেন খানের ছেলে আটক রিয়াদ খান জানান, তিনি প্রতারণার উদ্দেশ্যে তিন মাস আগে ওই বাড়ি ভাড়া নিয়ে ‘ভুয়া রিক্রুটিং এজেন্সি’ খুলে বসেন। মানুষ যাতে তাকে সহজে বিশ্বাস করে এ জন্য তিনি নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিতেন। তার এই এজেন্সির বৈধ কোনো কাগজপত্র নেই। এছাড়াও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয় বলেও জানান তিনি।

জাফরান

×