ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আলোচিত মেজর জিয়ার সাক্ষাৎকার

প্রকাশিত: ০৪:৩৬, ১৩ নভেম্বর ২০২৪

আলোচিত মেজর জিয়ার সাক্ষাৎকার

মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক।

একজন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক।  ২০১১ সালের বাংলাদেশে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।  আল-কায়েদার সহযোগী আনসারুল্লাহ বাংলা টীমের শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে তাকে আখ্যা দেয়া হয়। বাংলাদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও কিছু সংবাদপত্র দাবি করলেও এসবের কোন সত্যতা পাওয়া যায় নি এখনো।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী হতে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ মোঃ জিয়াউল হক জীবিত থাকার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা লেঃকর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন এবং ঠিক তার পরপরই মেজর জিয়াউলের ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান একটি ভিডিওতে দাবি করেন তার বন্ধু মেজর জিয়া বেঁচে আছেন। 

ইদানীংকালে প্রকাশিত হয়েছে মেজর জিয়ার একটি সাক্ষাৎকার। সেখানে তিনি কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং কিছু প্রশ্নের উত্তর ও দিয়েছেন।

 সাক্ষাৎকারে মেজর জিয়া জানান, পিলখানায় শহিদ হওয়া সেনা অফিসারদের পরিবারের সামনে যেতে এখনো তাঁর সাহস হয় না। নিজপর এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি এতবছর আত্মগোপনে ছিলেন। এমনকি তার স্ত্রী ও জানতেন না কোথায় আছেন তিনি! 
তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকার এত বেশি গুম খুন করেছে যে এই সরকারকে আলাদা করে গুম কমিশন খুলতে হয়েছে৷ 
২০১১ সালের অভুথান কেন ফেইল করেছে নেটিজেনদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই প্রশ্নের উত্তর তিনি এখনো খুঁজে পান নি। কারন ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক। ফলে, অনুসন্ধান করার সুযোগা হয় নি তার। তবে এখন নতুন করে সব তথ্য তিনি যোগাড় করছেন। এবং এই অনুসন্ধান নিয়ে তিনি আশাবাদী।  
এছাড়াও তিনি তৎকালীন সরকারের নানা অবিচার, জুলুম নিয়েও কথা বলেন। বিভিন্ন ষড়যন্ত নিয়েও বিস্তারিত কথা বলেন।

ইসরাত

×