ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যমুনায় বালু উত্তোলনের দায়ে অবৈধ ব্যবসায়ীদের ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ০০:০৪, ১৩ নভেম্বর ২০২৪

যমুনায় বালু উত্তোলনের দায়ে অবৈধ ব্যবসায়ীদের ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর দুর্ঘম চরশিবালয় এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আটক চার ব্যবসায়িকে ৪  লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার সন্ধায় শিবালয় উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহমেদ আটক চার ব্যবসায়িকে অর্থ দন্ড করেন।

দন্ডিতরা হচ্ছে-মোঃ রাকিব চৌধুরী (২৬), মোঃ নূর মোহাম্মদ মোল্লা (৩৬), মোঃ সাইদুল ইসলাম (৩৭) ও মোঃ রুবেল আহমেদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জনকণ্ঠকে জানান, যমুনার  চরশিবালয় এলাকায় কাটার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে অসাধু কিছু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে এক লাখ করে ৪ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

অপর একটি সুত্র জানান,আটকৃত ব্যক্তিরা স্থানীয় কতিপয় বিএনপি নামধারী নেতা-কর্মীদের মদদে যমুনা থেকে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল। যা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। 

রাজু

×