ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যশোর সেক্রেড হার্ট  মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ পথ চালু  রাখার দাবি 

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২১:৫১, ১২ নভেম্বর ২০২৪

যশোর সেক্রেড হার্ট  মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ পথ চালু  রাখার দাবি 

.

বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের গাড়িখানা সড়কে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নবম শ্রেণির ছাত্রী অথৈ সাহা, সপ্তম শ্রেণির ছাত্রী নাজিয়া খান, অষ্টম শ্রেণির ছাত্র ইয়াসিন জামান, সপ্তম শ্রেণির ছাত্র শাহরিয়ার আলম, ফাইয়াজ ইসলাম সিয়াম, তহসিন হাসান দিপু, তাহমিদ আজাদ, সাবেক শিক্ষার্থী সৌভিক আহম্মেদ, প্রতিবেশী মনিরা বেগম প্রমুখ। এর আগে গত সোমবার বিদ্যালয়টির অভিভাবকবৃন্দ একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই বিষয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়টির প্রধান ফটক দক্ষিণপাশে। কিন্তু সেটি শুধুমাত্র প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও শিক্ষকরা ব্যবহার করেন। ডিসি বাংলো’র সামনের ফটকটি অস্থায়ী। এমনকি সেটি আমাদের জমির ওপরে। সেখানে আমরা ম্যাজিস্ট্রেট বাসভবন নির্মাণ করার পরিকল্পনা নিচ্ছি। অনেক ম্যাজিস্ট্রেট এবং এডিসিরা বাইরে থাকে; সেটা আমাদের কর্মকর্তাদের জন্য অনিরাপদ।
 

×