চুয়াডাঙ্গায় শীতকালীন ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন বেলগাছিসহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক। একটি মাঠেই অন্তত এক'শ বিঘা ফুলকপির ফলন নষ্ট হয়েছে। একটি গাছেও কপির ফুল আসেনি। সিনজেনটা কোম্পানির হোয়াইট গোল্ড কপির বীজ বপন করে এমন ক্ষতির মুখে পড়েছেন তারা।
এ ঘটনায় কৃষকরা মঙ্গলবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন গড়ে তোলে। মানববন্ধনে কৃষক আলাউদ্দিন, শফিকুল, তারেক বলেন, আমরা সিনজেনটা কোম্পানির কপির বীজ বপন করেছিলাম। কিন্তু গাছের বয়স ৮০ দিন পেরিয়ে গেলেও ফুল-ফল ধরেনি। উপরন্ত পাতা দুর্বল হয়ে ঝরে পড়ছে।
ফুলকপির গাছ তুলতে পারছি না, আবার ওই জমিতে নতুন আবাদও করতে পারছি না। আমরা ওই কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
এব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তার কোন রিপোর্ট দাখিল করা হয়নি বলেও অভিযোগ করা হয় স্মারকলিপিতে।