ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ট্যাগ দিলেই তো আর আমি এনজিও বা বিশ্ববিদ্যালয়ের লোক হব না: আসিফ মাহতাব

প্রকাশিত: ১৭:৫৩, ১২ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৫, ১২ নভেম্বর ২০২৪

ট্যাগ দিলেই তো আর আমি এনজিও বা বিশ্ববিদ্যালয়ের লোক হব না: আসিফ মাহতাব

যতই ট্যাগ দেওয়া হোক আমি তো আর পাবলিক বিশ্ববিদ্যালয় বা এনজিও-র লোক হতে পারবো না বলে দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুকে পোস্ট দেন সাবেক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস।

 

নিজের ব্যক্তিগত প্রোফাইলে আসিফ বাংলায় লিখেন, তাকে উপদেষ্টা হওয়ার জন্য ট্যাগ দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত তিনি উপদেষ্টা হতে পারবেন না, কারণ তিনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা এনজিও র লোক নন।

 

আসিফ মাহতাব দাবী করেন, যেই নেতৃত্ব দিয়ে সমন্বয়করা ডিবি অফিসে ছিল, সেই একই কারণে তিনিও ছিলেন সেখানে। তাকে আন্দোলনের বিপক্ষে কথা বলার জন্য জোর করা হয়েছিল।

 

সেসময় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিবাদের সাহস না পেলেও আসিফ মাহতাব রাস্তায় নেমে প্রতিবাদ করেন এবং সকলের দায় নিজের উপরে নিয়ে অন্যান্যদের আন্দোলনে আহ্বান জানান।

 

আসিফ বলেন, আমি নিজের উপর দায় নিয়ে সকল শিক্ষকদের মাঠে নামার আহবান করেছিলাম। বলেছিলাম আপনারা ভয় পেলে, বলবেন আমার নেতৃত্বে আন্দোলনে এসেছেন।

 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনা সরকারের নির্দেশে আসিফ মাহতাবকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তারপর তার উপরে চালানো হয় নির্যাতন।

তানজিলা

×