ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিশাল মজুত নিয়ে কর্তৃপক্ষ বিপাকে

তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা গ্রহন না করায় বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ হওয়ার আশংকা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ১৮:৪৮, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:৪৯, ১১ নভেম্বর ২০২৪

তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা গ্রহন না করায় বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ হওয়ার আশংকা

উত্তলণকৃত কয়লা

দিনাজপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার চাহিদা কমে যাওয়ায় এবং উত্তোলিত কয়লা মজুদের জায়গা না থাকায় কয়লা খনির উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অপরদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে চালু থাকা দুইটি ইউনিটের একটি সোমাবর ১১ নবেম্বর দুপুরে বন্ধ হয়ে গেছে। এতে করে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার চাহিদা আরও কমে যাবে। অন্যদিকে, মজুদ কয়লার ফেইসটিতে ক্ষতিকারক গ্যাস নিঃসরণসহ কয়লার স্বতঃস্ফূর্ত প্রজ্বলনের আশংক করছে খনি কর্তৃপক্ষ।
খনির একটি বিশ্বস্ত সুত্র জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রতিদিন কয়লা উত্তোলন হওয়ার কথা ৩৫০০ থেকে ৪০০০ মেট্রিক টন। কিন্তু গত ৩ আগস্ট খনির ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু থেকে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার মেক্ট্রিক টন হারে কয়লা  নিরবচ্ছিন্নভাবে উত্তোলন অব্যাহত রয়েছে। গত অক্টোবর মাস পযর্ন্ত এ ফেইস হতে ৩ লাখ ৬৪ হাজার মে. টন কয়লা উত্তোলিত হয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আরও ১ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলন হবে বলে আশা করছে কয়লা খনি কর্তৃপক্ষ। আর এই উৎপাদিত কয়লার বর্তমানে একমাত্র গ্রাহক পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। তিনটি ইউনিট চালাতে তাদের চাহিদা ৫ হাজার মেট্রিক টন কয়লা। কিন্তু তারা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্মলগ্ন থেকে ৩টি ইউনিট কোন দিনই এক সঙ্গে চালাতে সক্ষম হয়নি। কিছুদিন থেকে ১ও ৩নং ইউনিটটি চালু ছিল। যার মধ্যে ১ নম্বর ইউনিটটি সোমবার (১১ নভেম্বর) দুপুরে যান্ত্রিক ক্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এক সঙ্গে ইউনিট গুলো চালাতে না পারায় ও যান্ত্রিক ক্রুটির কারণে বিভিন্ন সময় কোন না কোন ইউনিট বন্ধ থাকায় এবং ইউনিট গুলোতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় কয়লার খরচও কমে গেছে। সে কারণে তাপবিদ্যুৎ কেন্দ্র কম কয়লা গ্রহণ করছে। কয়লা খনি ও তাপবিদ্যুৎকেন্দ্র সুত্রে জানা গেছে, তাপবিদ্যৎ কেন্দ্রের তিনটি ইউনিট যথাযথভাবে পরিচালিত না হওয়ায় গত আগস্ট থেকে তারা দৈনিক গড়ে ৫ হাজার মেট্রিক টনের স্থলে ২ হাজার ৩০০ টন করে কয়লা গ্রহণ করছে। অর্থাৎ বিসিএমসিএল এর কোল ইয়ার্ডে উৎপাদিত কয়লার মধ্যে প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ টন করে কয়লা জমা হচ্ছে। এতে করে প্রতিদিনই বাড়ছে মজুদ।
কয়লা খনি কর্তৃপক্ষ জানায় ভূ-গর্ভ থেকে উত্তোলিত কয়লা সংরক্ষণের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর ৩টি কোল ইয়ার্ড রয়েছে। যার মধ্যে ১টিতে সেডিমেন্ট কোল সংরক্ষণ করা হয়েছে। অপর ২টি কোল ইয়ার্ডের ধারণক্ষমতা ২ লাখ টন। বর্তমানে সেখানে প্রায় ২ লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। বিসিএমসিএল-এর কোল ইয়ার্ড কয়লা দ্বারা পরিপূর্ণ হওয়ায় কয়লা সংরক্ষণের আর কোন যায়গা নেই। চলমান ১৪১৪ ফেইস থেকে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টন হারে কয়লা উত্তোলিত হচ্ছে। বিষয়টি খনি কর্তৃপক্ষ গত ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবরে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে মৌখিকভাবেও একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এতে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কোন ভাল খবর দিতে পারেনি। কারণ তাদেরও কয়লা মজুদ করার এবং ওজন কম বেশী হওয়ার সুযোগ থাকায় তারা আগাম কয়লা নিতে পারছেনা।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো: সাইফুল ইসলাম সরকার বলেন, উত্তোলিত কয়লা বিসিএমসিএল-এর কোল ইয়ার্ডে সংরক্ষণ করা সম্ভব না হলে কয়লা উত্তোলন বাধাগস্থ হবে। চলমান ১৪১৪ ফেইসের স্বাভাবিক কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হলে বিসিএমসিএল এবং চীনা কনসোর্টিয়ামের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতিবন্ধকতাসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে। অপরদিকে ফেইসটিতে ক্ষতিকারক গ্যাস নিঃসরণসহ কয়লার স্বতঃস্ফূর্ত প্রজ্বলনের আশংকা রয়েছে। এতে করে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, পাশ্ববর্তী বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রতিদিন প্রায় ৫ হাজার মে.টন কয়লা উত্তোলন হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিট চালাতে কয়লার প্রয়োজন পড়ছে দৈনিক ২ হাজার ৩০০ মে.টন বাকি কয়লা খনির ইয়ার্ডে পড়ে থাকছে। সোমাবার পর্যন্ত দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল ২০০ মেগাওয়াট। কিন্তু দুপুরে ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ক্রুটির কারণে সাময়িক ভাবে বন্ধ হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন না থাকায় উৎপাদিত কয়লা গ্রহণ করতে পারছিনা। তবে আসছে শুস্ক মৌমুমে বেশী কয়লার প্রয়োজন হবে। তখন আমরা কয়লাগুলো নিতে পারব।

×