মহাসড়ক অবরোধ প্রত্যাহার
গাজীপুরের টিএনজেড কারখানায় কর্মরত শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতা আদায়ের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করে আসছেন।
সোমবার (১১ নভেম্বর) এই আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের যাতায়াতে বিপত্তি ঘটে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। প্রায় ৫০ ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়, যা সেখানকার মানুষ এবং ব্যবসায়িক পরিবহন কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলে।
অবশেষে বেতন পরিশোধে শ্রম সচিবের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
জানা গেছে, দুপুরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এস এম শফিকুজ্জামান মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন।
শ্রমিকদের অভিযোগ শুনে সচিব জানান, কারখানার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তার ব্যক্তিগত সম্পত্তির কাগজপত্র জমা নেয়া হয়েছে, যার ভিত্তিতে প্রয়োজনীয় ঋণ প্রদান করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেয়া হবে।
আলোচনার অংশ হিসেবে শ্রমিকদের প্রতিনিধি দল তাদের সমস্যাগুলো সচিবের কাছে তুলে ধরেন। তারা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা আর্থিক কষ্টে পড়েছেন এবং দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সচিবের আশ্বাসের পরও অনেক শ্রমিক প্রথমে মহাসড়ক থেকে সরে যেতে রাজি হননি, তবে পরে প্রশাসনের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অবরোধস্থলে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া, সেনাবাহিনীর ১৪ ফিল্ড আটিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন ফাহমিদ, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার (অপরাধ) শাহাদাত হোসেন, এবং শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেনসহ অন্যান্য প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যান এবং অবশেষে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।
শহিদ