ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চাল

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ১৫:১৫, ১১ নভেম্বর ২০২৪

৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চাল

আরিচা-কাজিরহাট

টানা ৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু হয়েছে। এর আগে নাব্যতা সংকটের কারণে নৌ-পথে দুর্ঘটনা এড়াতে গত ৮ নভেম্বর শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দিলে দুপুর সারে ১২টার দিকে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয় যানবাহন বোঝাইকৃত ফেরি ধানসিঁড়ি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাট। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।

১৪ কিলোমিটার বিশাল নৌপথের আরিচা ঘাটের কাছে যমুনায় প্রায় আড়াই কিলোমিটার নৌপথে সৃষ্ট ডুবোচরের কারণে শুক্রবার রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় প্রান্তে আটকা পড়ে অগনীত পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দীর্ঘসময় অপেক্ষা থাকায় বিপাকে পড়তে হয় যানবাহন শ্রমিকদের।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 
তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজীরহাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি। সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো পারাপার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
আরিচা-কাজিরহাট নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। প্রসঙ্গত, নাব্যতা সংকটের কারণে ১ নভেম্বরও সাড়ে ৩৬ ঘণ্টা এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

 

আর কে

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে