ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ২১:১২, ১০ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেফতার  বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

 রবিবার (১০ নভেম্বর) সকাল থেকেই সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সার্কুলার রোডে জেলা কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে

এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে বক্তারা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্রদলের শহর শাখার আহ্বায়ক সুজন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ইমাম হাসান, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ প্রমুখ এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

×