সড়কে লাল গামছা
ঠাকুরগাঁওয়ে মাটির সড়কে লাল গামছা বিছিয়ে তার মাঝখানে ধারালো তলোয়ার মাটিতে গেঁথে রাখাকে কেন্দ্র করে এলাকার জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে সদর উপজেলার রুহিয়া ছালেহীয়া মাদরাসা সংলগ্ন গোরস্তান এলাকায় এ ঘটনা ঘটে।
এটি প্রতিবাদ, নাকি হুমকি তা জানেনা এলাকাবাসী। এমনকি কে বা কারা কি উদ্দেশ্যে এমন করেছে তাও জানা নেই কারোর। স্থানীয় এক পথচারী জামাল হোসেন জানান, সকালে গ্রামবাসী এমন দৃশ্য দেখতে পায়। গ্রামের সাধারণ মানুষ এমন ঘটনা এর আগে কখনও দেখেনি। এটি ভালো কোনো ইঙ্গিত নয়।
জ্যোতিষ বর্মণ নামে এক ব্যক্তি জানান, এমন ঘটনার পর গ্রামবাসী অনেকেই আতঙ্কে রয়েছেন। এটি ব্যাক্তিগত শত্রুতা নাকি অন্য কোন উদ্দেশ্য কেউ বলতে পারছে না।
উল্লেখ্য, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, পুলিশের কড়া নিরাপত্তার ভয়ে কোন দুস্কৃতিকারী হয়তো এমন করেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে তদন্ত চলছে।
শহিদ