ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শিবালয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ১০ নভেম্বর ২০২৪

শিবালয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও জরিমানা আদায়

অবৈধ ড্রেজার উচ্ছেদ

আজ রবিবার(১০ নভেম্বর) শিবালয় উপজেলার মহাদেবপুর ও শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়ায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ড্রেজারের পাইপ-যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে। 

রবিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 
জানা গেছে, উপজেলার চিন্হিত কিছু মাটি-বালু ব্যবসায়ী দেশীয় ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এমন অপতৎপরতা চালাচ্ছ। ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে মহাদেবপুর বাজারের নিকট ড্রেজার বসিয়ে দূরবর্তী স্থানে মাটি ফেলার অভিযোগে প্রশাসন এমন অভিযান চালায়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যবসায়িকে দন্ড প্রদান করা হয়।
ফয়েজ আহমেদ জানান, নদ-নদী, খাল-বিল, ডোবা পুকুরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
এছাড়া, একইদিন সড়ক পরিবহন আইনে আরো দু’জনকে অর্থদন্ড করা হয়।

তাজিন

×