শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮৯ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।বিনোদন কেন্দ্রটিতে বিদেশি ওয়েট্রেসের আড়ালে অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১০ নভেম্বর) কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অপারেশন গেগার নামে কুয়ালালামপুর স্ট্রাইক ফোর্স এর মাধ্যমে অভিযান চালানো হয়।
তিনি জানান, এই অপারেশনে গ্রাহক ও কর্মচারীসহ মোট ২১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ থেকে ৫৮ বছর বয়সী বিদেশি ও স্থানীয় মিলিয়ে মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৬১ জন থাই নারী, ১০ জন ভিয়েতনামী এবং একজন লাওতিয়ান, ৬ জন বাংলাদেশি পুরুষ, দুইজন চীনা পুরুষ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে।
ওয়ান ইউসুফ বলেন, বৈধ পারমিট না থাকা, পারমিটের অপব্যবহার, অতিবাহিত করা এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করার অপরাধের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে গ্রেফতারকৃত বিদেশিরা পর্যটক হিসেবে দেশে প্রবেশ করেছে এবং পরে এসব কাজে যোগ দিয়েছে। এই স্থানীয় ব্যক্তিদের ব্যাপারে প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা প্রাঙ্গনের তত্ত্বাবধায়ক এবং ব্যবস্থাপক হিসাবে কাজ করে। তাদের পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
নাহিদা