ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নড়াইলে আইডিবি’র ৫৪ তম গণপ্রকৌশল দিবস পালিত

নিজস্বসংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ১৫:১৪, ১০ নভেম্বর ২০২৪

নড়াইলে আইডিবি’র ৫৪ তম গণপ্রকৌশল দিবস পালিত

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আইডিবি’র গৌরবোজ্জ্বল ৫৪ তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। রবিবার (১০নভেম্বর) দুপুরে টিটিসির কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান । এর আগে নড়াইল টিটিসি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে টিটিসির কার্যালয়ের এস শেষ হয়। 


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম,লোহাগড়া সরকারী পাইলট উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত,টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, আইডিইবির নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ সেলীম রেজা ও সাধারন সম্পাদক মোহাম্মাদ বি এম রমিচউর রহমানসহ র‌্যালীতে শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষক ও শিক্ষাথীরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
 

জাফরান

×