রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে বাবুল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল দশটার দিকে তাকিয়ে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার রাজাপুর গ্রামে। বাবার নাম মকবুল তালুকদার।
সহকর্মী জুয়েল রানা জানান, তারা রড মিস্ত্রির কাজ করেন। গত চার দিন আগে বাবুল ওই ভবনে কাজে যোগ দেন। ভবনটি ৯ম তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। সকালে বাবুল ৮ম তলায় কাজ করার সময় ভবনের এক পাশ দিয়ে একেবারে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন। তিনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হায়দার/ জাফরান