মাছ লুটের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
সাতক্ষীরা থেকে ঢাকায় মাছ বহনকারী ট্রাক থেকে মাওয়া ও পাগলা বিসিজি স্টেশন এলাকায় মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, মাওয়া বিসিজি স্টেশনের জিনায়েত হোসেন ও পাগলা বিসিজি স্টেশানের ইমরান হোসেনের নেতৃতে মাওয়া-পাগলা বিসিজি স্টেশনের প্রধান সোর্স রাজিবের সহযোগিতায় মাছ বহনকারী ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হচ্ছে। আর এই লুটের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা এ ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধসহ মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।