ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ০০:৪৫, ৯ নভেম্বর ২০২৪

স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম লেডু মিয়া (৫০)। সে কক্সবাজার জেলার উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা। 

শুক্রবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউপির তমব্রু সীমান্তের ৩৪-৩৫ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘুমধুম তুমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় কৃষি কাজের শ্রমিক হিসেবে কাজ করতে গেলে সেখানে মিয়ানমারের নির্মিত কাঁটাতারে বেড়ার পার্শ্ববর্তী স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ সময় তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, আহত রোহিঙ্গাকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠিয়েছে বলে জেনেছি।
 

এসআর

×