ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পরিচ্ছন্ন কর্মীদের বেতনের অর্ধেক টাকা লোপাট হতো- চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:১৫, ৮ নভেম্বর ২০২৪

পরিচ্ছন্ন কর্মীদের বেতনের অর্ধেক টাকা লোপাট হতো- চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর যারা ছিলেন, তারা ওয়ার্ডে  পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্ন কর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিতেন। আর সেসব কর্মীকে ৭/৮ হাজার টাকা করে ধরিয়ে দিয়ে বাকিটা তাদের পকেটে রেখে লোপাট করেছেন। এ পরিচ্ছন্ন নেতাকর্মীদের অনেককেই আওয়ামী লীগের, যুবলীগের। তাদের এখন পরিচ্ছন্ন কাজে দেখাও যায় না।

বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে পীরে কামেল মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে মেয়র বলেন, আমি বলতে চাই যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে। তারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিস্কার রাখবেন, নালা নর্দমা পরিস্কার রাখবেন।

চট্টগ্রাম শহর সবার উল্লেখ করে মেয়র বলেন, এ শহরটা মেয়রের একার নয়, এ শহর আপনাদের সবার। তাই সবাই মিলে এ শহরটাকে সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলব। একটা মিনারেল ওয়াটার বোতল যেটি আমি রাস্তায় ফেললে নালায় ফেললে জলাবদ্ধতা হবে, তা আমি ডাস্টবিনে ফেলব। একটা পলিথিন রাস্তায় না পেলে আমি ডাস্টবিনে ফেলব। এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে।

পীরে কামেল মাওলানা আতিকুল্লাহ খান (রহ.) এর জীবনী তুলে ধরে তিনি বলেন, যুগে যুগে সুফি সাদেকরা এখানে আসেন। উনারা ইসলামকে প্রচার করেন। মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন। মাওলানা আতিকুল্লাহ খান কোরআন সুন্নাহর আলোকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই পথের আলোকে আমরা কাজ করে যাব। আমরা অনেক সময় অসৎ কাজে নিষেধ করতে পারিনি। তবে ঘৃণা করেছি। সৎ কাজের আদেশ আমরা দিতে পারিনি। কিন্তু ইসলাম বলেছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাই আপনারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আল্লাহ আপনাকে পুরষ্কৃত করবেন।

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী প্রমুখ।

রাতের বেলায় আবর্জনা অপসারন। শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে চসিক মেয়র বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন কর্মীদের দৈনিক কাজের মনিটরিং করা হচ্ছে। এখন থেকে রাতে ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হবে, যাতে দিনের বেলায় নাগরিকদের ভোগান্তি কম হয়। এভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে চট্টগ্রামকে একটি গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করা সম্ভব। বক্তব্যে তিনি ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালুসহ নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণের সহায়তা চান।  মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল হিসেবে ঘোষণা করেছি। সেখানে কারো ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে বিনামূল্যে এনএস ১ অ্যান্টিজেন টেস্ট করতে পারবেন। এছাড়া, আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আছেন আমাদের চিকিৎসকরা। আমাদের সকলে মিলে চট্টগ্রামকে একটি সবুজ শহরে পরিণত করতে হবে। এর অর্থ শুধু গাছ লাগানোই নয়, বরং আমাদের আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষা করা এবং ডেঙ্গু জাতীয় রোগ প্রতিরোধ করাও।

মেয়র আরও বলেন, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি জনগণকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলেন এবং কোনো অনিয়ম লক্ষ করলে তা সরাসরি  জানাতে বলেন। ভবিষ্যতে চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রামের একটি বিশ্বমানের পর্যটন শহর হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য পর্যটনখাতের বিকাশ আমার অন্যতম লক্ষ্য। পরিবেশ রক্ষা করে এবং অবকাঠামো উন্নয়ন করে আমরা আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারব এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।

রিয়াদ

×