ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

তাপসের জন্মদিনে ফারজানা মুন্নীর ফেসবুক পোস্ট

প্রকাশিত: ১৯:১১, ৮ নভেম্বর ২০২৪

তাপসের জন্মদিনে ফারজানা মুন্নীর ফেসবুক পোস্ট

তাপসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ ফেসবুকে একটি পোস্ট করেছেন তার স্ত্রী ফারজানা মুন্নী।

কৌশিক হোসেন তাপস ৮ নভেম্বর, ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন।  

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে উত্তরা পূর্ব থানায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান তাপসের নামে  হত্যাচেষ্টার মামলা হয়।

গত নভেম্বর রাত ১২ টা নাগাদ রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

দাবী করা হয় বাংলাদেশের একমাত্র সংগীতনির্ভর চ্যানেল গান বাংলা, যার নির্বাহী পরিচালক তাপস।

সেই চ্যানেলে প্রতিনিয়তই তারকাদের মেলা বসত তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীকে ঘিরে।

 

স্ত্রীর হাত ধরেই সামান্য একজন তবলা বাদক থেকে মিডিয়া মাফিয়া হয়ে ওঠেন তিনি। তাপসের স্ত্রী ফারজানা মুন্নী শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সে হিসেবে শেখ হাসিনার সু দৃষ্টি লাভ করেছিলেন তিনি।

ফারজানা মুন্নি তার সন্তানসহ বিয়ে করেছিলেন তাপসকে। মুন্নিকে বিয়ের আগে তার বড় মেয়েকে প্রাইভেট পড়াতেন তিনি। যার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক বিয়েতে রূপ নেয়।

বিয়ের পর থেকে পাওয়ার কাপলহিসেবে তাপস-মুন্নি যেকোনো অনুষ্ঠানে একসাথে মিডিয়ার সামনে উপস্থিত হতেন।

 

এসবকিছুর পরেও তাপস মুন্নি দম্পতির সংসার ভাঙ্গার খবর আসে ২০২৩ সালের শেষের দিকে।

মুন্নী দাবি করেন, তাপস অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছে।

 

তবে এই ঘটনা সামলে নিয়েছিলেন তাপস। কিছুদিন পরে মুন্নী সকলকে জানান, তাদের মাঝে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল।

আজ কুকর্মের কারণে জেলবন্দী তাপসকে সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

 

তানজিলা

×