এ এইচ এম হামিদুর রহমান আজাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক, সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, আওয়ামী কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেই অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বরং তারা বিরোধী দলকে ঘরছাড়া করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে ফেলেছে এবং বিচারব্যবস্থার স্বাধীনতাকে সংকুচিত করেছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির লক্ষ্যে ৫ই আগস্টের বিজয় দেশের জন্য এক এক আল্লাহর নিয়ামত। এই বিজয়ের মাধ্যমে হতাশা থেকে মুক্তি লাভ করেছে জাতি। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী এই বিজয় নিয়ে ছিনিমিনি খেলছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংস্কার দাবি করছি। কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্বাচনী আইন সংস্কার এবং গণতান্ত্রিক চেতনার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জীবন আদর্শে পরিবর্তন আনতে হবে। সহি নিয়ত নিয়ে আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করতে হবে। সঠিক জ্ঞান, দৃঢ় ঈমান, ভালো চরিত্র, এবং শুদ্ধ আমল দিয়ে নিজেদের জীবন পরিচালিত করতে হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনকে নস্যাৎ করতে আওয়ামী ফ্যাসিবাদীরা বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব।
জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২০২৪/২৫ সেশনের জেলা আমির শপথ অনুষ্ঠান ও রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের সাবেক জেলা আমীর মোঃ দেলোয়ার হোসেন, অঞ্চল টিম সদস্য সামসুল ইসলাম বড়াটি, নবনির্বাচিত জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।
তাজিন