ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভোলার আদর্শ একাডেমির মাঠে ভোলা জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামী ভোলা জেলার আমীর জাকির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন হেলাল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর , কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য, কেন্দ্রীয় মজলিশ উস সূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম।জামায়াতে ইসলামী ভোলা জেলার সেক্রেটারী মো : হারুনুর রশিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের জুলাই -আগষ্টের যে জালিম সরকারের গণঅভ্যুত্থান পতনের ইতিহাস পৃথিবীর বুকে নজির হিসাবে লিখিত থাকবে বলে মন্তব্য করেন।
এ-সময় তিনি আরো বলেন, ৫আগষ্টের এই গণঅভ্যুত্থান জালিম সরকারদের কাছে নজির হয়ে থাকবে। আর শেখ হাসিনার জালিম সরকার থেকে মুক্ত হওয়ার এই বিজয়কে স্থায়ী করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দিকে জামায়াতে ইসলামী কাজ করার আহবান জানান।
২য় বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলাম ভোলা জেলা আমিরের দায়িত্ব পেয়ে শপথ নেন জাকির হোসাইন। রুকন সম্মেলনে ভোলার সকল উপজেলা আমিরগণ, ডেইলিকেট,সকল উপজেলার পুরুষ ও মহিলা রুকনগণ, পুরুষ রোকনগন উপস্থিত ছিলেন।
জাফরান