ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকা, উদ্বৃত্ত টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।

প্রকাশিত: ১৫:৪৩, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৪৪, ৮ নভেম্বর ২০২৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকা, উদ্বৃত্ত টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে

টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন। ছবি -জনকণ্ঠ।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন থেকে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ৫ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে হাসপাতালের দালাল ও স্টাফদের হাতে অপমান এবং লাঞ্ছিত হতে হয় রোগীদের। প্রতি বছর হাসপাতালের বহির্বিভাগের টিকিট বাবদ বাণিজ্য হচ্ছে লাখ টাকার উপরে। 

রোগীদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জনকণ্ঠ পত্রিকা নিজস্ব সংবাদদাতা হাজির হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বহির্বিভাগে। প্রায় ২০০ জনের অধিক লোক  লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। তাদের সাথে কথা হলে তারা জানান টিকিটের মূল্য দিতে হয় ৫ টাকা করে। এ সময় দেখা যায় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা হাসপাতালে হারবাল অ্যাসিস্ট্যান্ট আনোয়ার হোসেন প্রতি টিকিটে জনপ্রতি পাঁচ টাকা করে নিচ্ছেন। ৫ টাকা রাখার বিষয় জিজ্ঞেস করলে আনোয়ার হোসেন বলেন দুই টাকা খুচরা দেয়া সম্ভব নয় তাই ৫ টাকা করে রাখা হচ্ছে। 

হাসপাতাল সূত্র বলছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০-৪০০ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে হিসাবে প্রতি রোগী থেকে অতিরিক্ত দুই টাকা হারে মাসে ২০ হাজার টাকার ঊর্ধ্বে আদায় করা হয়। উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তারা ভাগ করে নেয়। 

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার জনকণ্ঠকে বলেন, বহির্বিভাগের টিকিট প্রতি তিন টাকা নেয়ার কথা। যদি টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা কেউ নিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নুসরাত

×